Online income

https://onlineortho24.blogspot.com/

গ্রাফিক্স ডিজাইন 

কীভাবে অনলাইনে অর্থ আয় করবেন?y

আপনি যদি অনলাইনে টাকা আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি বিষয়ের ওপর আপনার লক্ষ স্থির করতে হবে। অনলাইনে টাকা আয়ের অনেক উৎস রয়েছে যেখান থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। 

অনলাইনে অর্থ উপার্জনের উৎস :

আপনি যদি সহজে অনলাইনে আয় করতে চান তাহলে আপনাকে নিচের যেকোন একটি বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে। 👉গ্রাফিক্স ডিজাইন 👉আর্টিকাল রাইটিং 👉এস ই ও(SEO)👉এফিলিয়েট মার্কেটিং👉ওয়েব ডিজাইন 

গ্রাফিক্স ডিজাইন 

গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি বিষয় যেখানে আমার আমাদের নিজের ধারণা, শিল্প এবং দক্ষতা কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পরি।যেমন ছবি বা ভিডিও এডিটিং, রাইটিং প্রোগ্রাম,ওয়েব পেইজ তৈরি ইত্যাদি। 

আর্টিকাল রাইটিং 

আপনি একটা নির্দিষ্ট বিষয়ে আপনার মেধা আর দক্ষতা দিয়ে সুন্দর করে রাইটিং প্রোগ্রাম করতে পারেন তাহলে ক্লায়েন্ট  আপনার লেখা কিনে নিতে চাইবে। 

এস ই ও(SEO)

এস ই ও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওয়েব ডিজাইনের পর সেই ওয়েব পেইজটি কাস্টমাইজ করে সার্চ র‍্যাংকিং-এ প্রথমে আনার জন্য এস ই ও করা হয়।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started