প্রধান মেনু খুলুন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটেজাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারা “বেঙ্গল টাইগার” নামেও পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে। বাংলাদেশ আইসিসি’র টেস্ট ও একদিনের আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভুক্ত। তারা দশম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলে।
| বাংলাদেশ | |
|---|---|
| বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো | |
| টেস্ট মর্যাদা | ২০০০ |
| প্রথম টেস্ট | বনাম ভারত, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, ১০-১৩ নভেম্বর, ২০০০ |
| অধিনায়ক | টেস্ট :মুমিনুল হকওডিআই : তামিম ইকবালটি২০ : মাহমুদুল্লাহ রিয়াদ |
| কোচ | রাসেল ডোমিঙ্গো |
| আইসিসি টেস্ট, ওডিআই এবং টি২০আই র্যাঙ্কিং | ৯ম (টেস্ট) ৭ম (ওডিআই) ১০ম (টি২০) [১] |
| টেস্ট ম্যাচ – বর্তমান বছর | ১১৪ ২ |
| সর্বশেষ টেস্ট | বাংলাদেশ বনাম ভারত |
| জয়/পরাজয় – বর্তমান বছর | ১৬/৮৮ (১৬ ড্র) ০/২ |
| ৩০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত |
বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। সেবারের টুর্নামেন্টে চার ম্যাচের দু’টিতে তারা হেরে যায় এবং দু’টিতে জয়লাভ করে। এর সাত বছর পর ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে ক্রিকেটে তারা তাদের সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পায়। বিশ্বকাপে তারা পাকিস্তান এবং স্কটল্যান্ডকে পরাজিত করে।
১৯৯৭ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছে। ২০০০ সালের ২৬ জুন তারা দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি’র সদস্যপদ লাভ করে। ২০১৭ সালের ১৯ মার্চ পর্যন্ত তারা মোট ১০০ টি টেস্ট ম্যাচ খেলেছে এবং ৯টি ম্যাচে জয়লাভ করে। তারা সর্বপ্রথম টেস্ট জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। পরবর্তী টেস্ট দু’টো জিতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মে, ২০১৯ সালে বাংলাদেশ আইসিসি র্যাংকিং অনুযায়ী টেস্টে ৯ম, ওডিআইয়ে ৭ম এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিকের রেটিংয়ে ১০ম স্থানে অবস্থান করছে।
ইতিহাস
পরিচালনা পরিষদ
টুর্নামেন্ট ইতিহাস
দলের সদস্যবৃন্দ
কোচিং কর্মকর্তা
আন্তর্জাতিক দলের বিরুদ্ধে ফলাফল
বিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ ইনিংসগুলো
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হ্যাট্রিকগুলো
বাংলাদেশের বিরুদ্ধে হ্যাট্রিক
ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং
একদিনের ক্রিকেটে
ওয়ানডে পার্টনারশীপগুলো
তথ্যসূত্র
আরও দেখুন
বহিঃসংযোগ
Sanjida Tanaka দ্বারা ২ মাস আগে সর্বশেষ সম্পাদিত
বিষয়বস্তু CC BY-SA 3.0-এর আওতায় প্রকাশিত যদি না অন্য কিছু নির্ধারিত থাকে।
